Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ১৮:৪২


লাইভ প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

মঙ্গলবার সকাল আটটায় সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের নেতৃত্বে একটি শোকর‌্যালি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। র‌্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন। ফুল দিয়ে আরো শ্রদ্ধা জানায় শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী সমিতি, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর অফিস, গণতান্ত্রিক শিক্ষক সমিতি, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কৃষিবিদ ইন্সস্টিটিউট বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বিভিন্ন জেলা সমিতি ইত্যাদি সংগঠন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়ের সঞ্চালনায় শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ডাঃ মোঃ মিতয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ