Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে শান্ত ছাত্রলীগ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ০৯:২২

শাবি লাইভ : সিগারেট খাওয়া নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। পরে তারা সমঝোতায় গেলে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত হয়ে আসে। রাতের বেলা হলে ফিরেছে তারা। তবে এর আগে রক্তপাত ঘটিয়ে ৩জনকে হাসপাতালে পাঠিয়েছে নিজ দলেরই দুই গ্রুপের নেতাকর্মী। মাঝখান থেকে একটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়েছে। হৈ-চৈ, চিৎকার, হট্টগোল ধাওয়া পাল্টা শেষে ক্যাম্পাস শান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়েল প্রক্টোরিয়াল বডি ও কয়েকজন নেতাকর্মীর হস্তক্ষেপে। নিজেদের ভুল বুঝতে পেরে হলে ফিরেছে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা।

জানা গেছে, শনিবার রাতে শাবিতে সিগারেট খাওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শাবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ন সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে জাহিদ হোসেন নাঈমসহ অন্তত ৩জন আহত হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা নিয়ে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরে প্রক্টোরিয়াল বডির সদস্য ও সিনিয়র কয়েক ছাত্রলীগ নেতার হস্তক্ষেপে ছাত্রলীগের নেতাকর্মীরা হলে ফিরে যান। শান্ত হয়ে আসে পরিস্থিতি।

ঘটনার সূত্রপাত যেভাবে : শনিবার রাত সাড়ে আটটার দিকে শাবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির ইমরান খান গ্রুপের কর্মী ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তন্ময় ক্যাম্পাসে প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এসময় স্থগিত কমিটি যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মনিরুজ্জামান মনির (ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি) তন্ময়কে সিগারেট ফেলে দিতে বলেন।

ওই সিগারেটটি ফেলে দেয়ার সময় তা মনিরের পায়ে লাগে। এনিয়ে সবুজ গ্রুপের কর্মী আব্দুর বাসির তন্ময়কে চড় থাপ্পড় দেন। পরে তাকে ধাওয়া দিয়ে শাহপরান হলের দিকে নিয়ে যাওয়া হয়। এনিয়ে ইমরান গ্রুপের কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংগঠিত হয়ে সবুজ গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এনিয়ে সংঘর্ষের একপর্যায়ে ৩ জন আহত হয়। পরে উভয় গ্রুপের নেতাকর্মীরা শাহপরান হলের সামনে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশসহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাদের হস্তক্ষেপে দুই গ্রুপের নেতাকর্মীরা যার যার রুমে ফিরে যান।

শাবির প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর জহির উদ্দিন আহমেদ জানান, ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে।


ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ