Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আহত সিদ্দিকুরের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা কম-চিকিৎসক

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ২৩:০০

 

লাইভ প্রতিবেদক: রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কলেজ ছাত্র সিদ্দিকুর রহমানের (২৩) দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক। 

শনিবার সিদ্দিকুরের অস্ত্রোপচার শেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর (গ্লুকোমা) ইফতেখার মো. মুনির সাংবাদিকদের বিষয়টি জানান। 

তিনি বলেন, ‘সকালে সিদ্দিকুরের একটি অপারেশন করা হয়েছে। এ সময় তার ডান চোখের ভিতর থেকে ক্ষতিগ্রস্ত কর্নিয়া, জেলসহ অনেক কিছু বের করা হয়েছে। আর বাম চোখের ভিতরে রক্তসহ অনেক কিছু জমা রয়েছে। সেগুলোকেও ওয়াশ করা হয়েছে। তবে তার দুই চোখের ব্যাপারে আমরা সন্দিহান।’ তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজ; ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে এ বিক্ষোভ করে। 

একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় এবং একপর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

আহত শিক্ষার্থীদের মধ্যে পুলিশের রাবার বুলেট সিদ্দিকুর রহমানের চোখে বিদ্ধ হয়েছে বলে দাবি করেন সহপাঠীরা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সিদ্দিকুর রহমানের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার ঢাকেরকান্দা গ্রামে।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ