Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ২০:০৮

লাইভ প্রতিবেদক: ফের আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ছাত্রদের ওপর পুলিশি হামলার বিচার, ছাত্রদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে পরীক্ষার রুটিন প্রকাশ, সাত কলেজের ক্লাসরুম সংকট নিরসনের ৫ দফা দাবিতে এই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল থেকে ইডেন কলেজে, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ, কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীলা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। এদিকে বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশের হওয়ার কথা। 

রাস্তা অবরোধ করে রাখায় মিরপুর রুটে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘তাদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে সমঝোতা করে সড়ক খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা অবস্থানের পর ক্যাম্পাসে ফিরে গেছে।   

পসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়। এদের মধ্যে চোখে গুলি লাগায় দৃষ্টি হারান তিতুমীর কলেজের এক ছাত্র। পরদিন শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ