Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ০২:৪৭

 

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা করা হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার প্রতিটি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করা হবে। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ বলেন, রাজধধানীর ৭ কলেজকে ঢাবির অধিভুক্ত করার ৮ মাস হলেও কলেজের শিক্ষার্থীরা নতুন করে সেশন জটে পড়েছেন। দ্রুত সেশন জট নিরসন, পরীক্ষা নেওয়া, পর্যাপ্ত ক্লাস নিশ্চিত ও সাত কলেজের জন্য পৃথক ওয়েবসাইট চালু করার দাবিতে আমরা আন্দোলন করছি। ধারাবাহিক আন্দোলনের ফলে ঢাবি প্রশাসন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও কোনো ধরনের রুটিন প্রকাশ করেননি। 

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ জুলাই) শাহবাগে অবস্থান করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে প্রায় ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ৩ জন গুরুতর। পুলিশের টিয়ারশেলে সরকারি তিতুমীর কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দৃষ্টি ফিরে না পাওয়ার সংশয় রয়েছে। 

সংবাদ সম্মেলন থেকে ঢাবি প্রশাসন বরাবর ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার বিচার করা; এ ঘটনায় দায়েককৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা; অবিলম্বে রুটিন প্রকাশ করা; অধিভুক্ত কলেজগুলোর ক্লাস নিশ্চিত করা; কলেজগুলোর লাইব্রেরি সেমিনারে পর্যাপ্ত নতুন সংস্করণের বই নিশ্চিত করা ও সাত কলেজের জন্য পৃথক ওয়েবসাইট তৈরি করা। 

ঢাবির অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।

 

ঢাকা, ২১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ