Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবিতে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের কর্মশালা

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৭, ১৬:৫৭

 

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল “মিনিমালিজম ইন ফিল্ম” শীর্ষকদুই (২) দিনব্যাপী কর্মশালা। এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ চলচিত্র নির্মাতা দেবাশীষ ডুব।

বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রথম দিনের কার্যক্রম। এসময় টোকিও স্টোরি ও ফোর নাইট অফ এ ড্রিমার নামে দুইটি চলচিত্র প্রদর্শন করা হয় এবং চলচিত্র দুটির উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব এর সদস্যবৃন্দ।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্টুডিও থিয়েটার হলে শুরু হয় কর্মশালার পরবর্তী কার্যক্রম। কর্মশালার দ্বিতীয় দিনেও ছিল দুইটি চলচিত্র প্রদর্শনী এবং মুক্ত আলোচনা। এইদিন দ্যা ওয়াইন্ড উইল ক্যারি আস এবং দ্যা ম্যাচ ফ্যাক্টরি গার্ল দুইটি চলচিত্র সম্পর্কে অংশগ্রহণকারীরা এক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

দেবাশীষ ডুব বিভিন্ন চলচ্চিত্র থেকে মিনিমালিজমের রেফারেন্স এবং নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে নতুন একজন চলচ্চিত্র নির্মাতার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেবাশীষ ডুব মনে করেন, যা কিছুই নির্মাতা দ্বারা আরোপিত তা-ই সিনেমাকে তার মূল জায়গা থেকে বিচ্যুত করে। সৎ সিনেমার কাজ বিনোদন নয়, বরং মানুষের জীবনের, মনের অকপট সৃজনশীল উপস্থাপন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এক নতুন ধারার চলচ্চিত্রের সাথে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচিত হন। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের নানা প্রশ্নে মুখর ছিল পুরো সময়। শব্দ, ছবি, সম্পাদনা, বাংলা চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র-এরকম নানা বিষয়ে প্রশ্ন করেন এবং নিজের অভিমত প্রকাশ করেন।

 

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ