Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে যৌন হয়রানি সাংবাদিক নির্যাতন: ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কার

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ২০:২৩

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি এর প্রতিবাদ করায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তাদেরকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে বলে সিন্ডিকেট সূত্রে জানা যায়।

তাছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভুমিকা পালন না কারণে পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার অনুষ্টিত ২০৫ তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বহিষ্কৃতরা হলেন, সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে


গত এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসলে সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারীরা এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করে। এর প্রতিবাদ করলে পার্থের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দীপু সাধারণ সম্পাদক ডেইলী অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলীকে মারধর করে তার কর্মীরা। পরবর্তীতে ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ