Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন জাককানইবির রেজিস্ট্রার

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ২৩:৪৩

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট কলামিস্ট, লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪২২’এ ভূষিত হয়েছেন।

কৃষি ও পরিবেশ বিষয়ে লেখালেখির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং পলিসি লেবেলে সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিতে করা হবে।

আগামী ১৬ জুলাই (২০১৭) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কৃষি পদক তুলে দিবেন। ওই দিন প্রধানমন্ত্রী পরপর দু’বছর অর্থাৎ ১৪২১ ও ১৪২২ বঙ্গাব্দের পুরস্কার প্রদান করবেন।


কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এ পদক প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার।


উল্লেখ্য, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় প্রতিবছর এর আয়োজন করে থাকে। প্রথমে উপজেলায় কৃষি অফিসারের প্রস্তাবে ইউনও’র সাভাপতিত্বে প্রাথমিক মনোনয়ন যায় জেলায়, তারপর জেলার কৃষি বিভাগের উপ-পরিচালকের প্রস্তাবের প্রেক্ষিতে ও জেলা প্রশাসকের সভাপতিত্বে দ্বিতীয় দফায় মনোনীতের প্রস্তাব যায় মন্ত্রণালয় জাতীয় ট্রাস্টি বোর্ডে।


সেখানে কৃষি মন্ত্রীর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলী আকবর ট্রাস্টি বোর্ড এর সদস্য। সদস্য সচিব হলেন কৃষি সচিব। এ শক্তিশালী কমিটির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর আবার বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্তভাবে পদকের জন্য মনোনয়ন দেওয়া হয় বলে জানা যায়।

 

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ