Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ক্যাম্পাসে ভালোবাসার সাক্ষী বিশ্ববিদ্যালয়ের বাস

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ১৯:০৪

ফয়সাল আহমেদ ফুয়াদ : আমি লাল বাস! আমাকেতো চেনই; জ্যামের মাঝে উল্টো রাস্তায় চলি বলে অনেকেই আমাকে চিনে। আমি লাল বাস! আমায় চেপে যাবে বলে বড় লোকের দুলালও বলে "বাবা গাড়ি নিয়ে ক্যাম্পাস যাবো না!"

আমি লাল বাস!
মাঝে মাঝে আমার বিচিত্র অভিজ্ঞতা হয়। কত মামাদের হাসি কান্না আর গানের সাক্ষী। আমার গেটে দাঁড়িয়ে যখন মামারা বেসুরো গলায় গান গায়; আমার মনে হয় এ আমার প্রাণের সুর। নিজের ভটভট শব্দকে তখন আর বিরক্তিকর মনে হয় না।

আমি লাল বাস!
পকেটে ২ টাকা নিয়ে আমায় চড়ে অনেকে টিউশনিতে যায় যেমন! উল্টোভাবে আবার অনেকে পকেটভরা টাকা নিয়েও ঘন্টা ধরে অপেক্ষা করে শুধু আমার জন্য!

আমি লাল বাস!
আমায় দেখে স্বপ্ন আঁকে "আমিও একদিন এই বাসে নিজ যোগ্যতায় চড়বো...!"

আমি লাল বাস!
আমার এক সময়কার নিয়মিত যাত্রী যিনি এখন প্রাডোতে চলেন, তিনিও আমাকে দেখে অতীতে ফিরে যেতে চান।

আমি লাল বাস!
আমার গায়ে দুষ্টু গাড়ি আঁচড় দিয়ে গেলেও মামারা দৌড়ে গিয়ে দুষ্টুকে ঝেড়ে আসে! আচড় যেন হৃদয়ে লেগেছে উনাদের!

আমি লাল বাস!
আমার গেটে যখন সুন্দরী খালারা দাঁড়ায়! আমার তখন তার পাশের মামার মতো হতে ইচ্ছা করে! ইচ্ছা করে জীর্ণতা ফেলে নতুন হতে!

আমি লাল বাস!
বহন করি আগামী প্রজন্মের তারকাদের!

আমি লাল বাস!
আমাতেই প্রথম কাউকে দেখে তার প্রেমে পড়ে এখন তারা পাশাপাশি বসে যায় আমায় চড়েই! ভালোবাসার সাক্ষী লাল বাস!

হ্যাঁ!!!
আমিই লাল বাস!
মামা খালাদের ভালোবাসার লাল বাস!


(এখানে লাল বাস রূপক অর্থে যার যার ভার্সিটি বাসকে বুঝিয়েছে!)

 

Faisal Ahmed Fuad
Public Administration, Final Year
Jahangirnagar University


ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ