Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ধর্মীয় জ্ঞান চর্চায় আধুনিকায়নের উপর গুরুত্ব দিতে হবে’

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ০২:০১

লাইভ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ধর্মীয় জ্ঞান চর্চায় আধুনিকায়নের উপর গুরুত্ব দিতে হবে। আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রয়োজনে দেশের বাহিরে গিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধশীল করতে হবে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ”আরবি ভাষা ও ইসলামি জ্ঞান” জাতীয় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় জ্ঞান চর্চা, আরবি ভাষার সমৃদ্ধ ব্যবহার এবং পবিত্র কোরআন ও হাদিস শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন মাদরাসা শিক্ষার উন্নয়নকে আরো বেগোবান করবে।

ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা সম্ভাবনাময় জনশক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জাতীয় শিক্ষা মূলক প্রতিযোগিতা আয়োজনের ফলে দেশের তরুণ সমাজ ইসলামের সঠিক জ্ঞান অর্জনে সহায়তা পাবে যার ফলে ইসলামের ভুল ব্যাখ্যার মাধ্যমে সৃষ্ঠ জঙ্গীবাদ নামক বিশৃংখলা থেকে মুক্তি পাবে বাংলাদেশ।

মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকরের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, দেশে পর্যায়ক্রমে মোট ৫২টি মাদরাসাকে অনার্স ভূক্ত করা সহ মাদরাসা শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ২০৮১টি মাদরাসায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী কওমী মাদরাসার দাওরাহ হাদিসের সনদকে এম এ‘র মান প্রদান করেছেন যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সোহরাব হোসাইন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও জনাব মোঃ আলমগীর, সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এছাড়াও আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আরবী ভাষার দক্ষতা ও ইসলামী জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আরবী ভাষা শিখে কুরআন, হাদীস ও ইসলাম সর্ম্পকিত জ্ঞানের মাধ্যমে নিজেকে দক্ষ মানব সম্পদে পরিনত করার অহ্বান জানান ভিসি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭ শিরোনামে এ প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার মোট ৫৪ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জিলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিতি হবে।

 

ঢাকা, ১২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ