Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটি : স্বপ্ন যাবে বাড়ি আমার...

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ০৮:৪৯

আলিফা আক্তার অর্মি : সিয়াম সাধনার মাস রমজান। আর রমজান এলেই যেনো শুরু হয়ে যায় ঈদের ছুটির দিন গণনা। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অধীর আগ্রহে ছুটির প্রতীক্ষায় থাকেন। স্কুল-কলেজ সাধারণত রমজানের প্রথম দিকেই ছুটি হয়ে যায়।

কিন্তু টেকনিক্যাল পাবলিক বিশ্ববিদ্যালয়সহ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম বন্ধ হতে অনেক দেরি হয়। তেমনি এই রমজানেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের চলছে ক্লাস পরীক্ষা। কারও বা চলছে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা। কথা হল এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহজাবিন স্মৃতি জানালেন, বাসায় যাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে আছি। গত জানুয়ারীতে ক্যাম্পাসে ফেরার পর আর বাসায় যাওয়া হয়নি। এত লম্বা সময় বাসা থেকে দূরে কখনই থাকিনি। খুব মিস করি আম্মুকে, আম্মুর রান্নাকে। কবে পরীক্ষা শেষ হবে, বাসায় যাবো, আম্মুর হাতের রান্না খাবো সেই অপেক্ষায় আছি। কথাগুলো বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

ভেটেরিনারি এনিমেল সায়েন্স ও বায়োমেডিকেল অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌসুমী দত্ত বর্ণার বাড়ি মৌলভিবাজার জেলায়। প্রায় দু’মাস হয়ে গেছে তারও বাসায় যাওয়া হয়নি। বলছিলেন ওর বাবার কথা। মেয়ে নিয়ে খুব চিন্তায় থাকেন বাবা। তাইতো একা যেতে দেন না। এখন অপেক্ষায় আছেন কবে মেয়ের ছুটি হবে। আর কবে তাকে নিতে আসবেন। আনন্দে আর খুশিতে বর্ণার গলায় ধরল মিলন মাহমুদের সেই গান ‘স্বপ্ন যাবে বাড়ি আমার...।

কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী নিশাত জানালেন, চুয়াডাঙ্গায় বাসায় যাওয়ার জার্নিটা খুব লম্বা। প্রায় ১৭-১৮ ঘন্টা লেগে যায়। কিন্তু বাসায় যাচ্ছি ভাবলেই যেন ক্লান্তিটা কমে যায়। যখন দেখি বাবা একগাল হাসি নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন আমাকে নেয়ার জন্য তখন আনন্দে মন ভরে যায়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষে ছাত্র তহিরুল ইসলাম জানান তিনি ইতিমধ্যে বাসের টিকেট সংগ্রহ করেছেন। তহিরুলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বাড়ি পৌঁছাতে তার প্রায় ১৬ ঘন্টা লাগে।

কৃষি অনুষদের শিক্ষার্থী মাহফুজা ফেরদৌস মিশু বলছিলেন তার আফসোসের কথা। ‘আমার বাসা সিলেটেই। তাই লম্বা জার্নি করে বাসায় যাওয়ার আনন্দটা কখনই অনুভব করতে পারিনি। বন্ধুদের যখন দেখি বাসায় যাবে নিয়ে আনন্দ করছে, টিকেট নিয়ে টেনশন করছে তখন আমারও ইচ্ছা হয় লম্বা জার্নি করে বাসায় যাওয়ার। কিন্তু দূরুত্ব কমবেশি যাই হোক ছুটিতে বাসায় যাবো ভাবতেই ভাল লাগে।

বিশ্ববিদ্যালয়ের এমন আরো অনেক শিক্ষার্থীর ব্যাগ গুছিয়ে ছুটির অপেক্ষা করছেন। দেখতে দেখতে রমজান প্রায় চলে যাচ্ছে। অবসান হতে যাচ্ছে শিক্ষার্থীদের সকল অপেক্ষা আর আকাঙ্খার। ছোট ছোট স্বপ্নগুলো এবার বাড়ি যাবে।

 

আলিফা আক্তার অর্মি
মাৎস্যবিজ্ঞান অনুষদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়


ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ