Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''আমরা আগের পয়েন্ট বহাল চাই''

প্রকাশিত: ২২ মে ২০২২, ০৪:০০

আগের পয়েন্ট বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এএইচএসসির ফলাফল মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে। এদিকে নতুন যে পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, তা বাতিল করে আগের পয়েন্ট বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় তাহসিন বিন আলম নামে এক শিক্ষার্থী বলেন, আমার এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৮ পয়েন্ট আছে। কিন্তু আমার এসএসসিতে পয়েন্ট আছে সাড়ে তিনের কম। এখন আমি কী করবো?

ধনিয়া কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আরমান আহমেদ শাওন জানান, আমরা আগের পয়েন্ট বহাল চাই। সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে তারপর আমাদের ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্তত এখানে ভর্তির সুযোগ থাকা উচিত।

কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি-ইচ্ছুক শিমুল হোসেন বলেন, আমরা যারা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমাদের জন্য এটা চাপিয়ে দেওয়া। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির মতো সামর্থ্য আমাদের নেই। আমরা আগের পয়েন্ট বহাল চাই।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

ঢাকা, ২১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ