Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

তেজগাঁও কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় শাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৬:১৬

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তেজগাঁও কলেজের শিক্ষিকাকে হেনস্তার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. নারায়ণ সাহা, ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, নির্বাহী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মৃন্ময় দাস ঝুটন, আইকিউএসির অ্যাকাউন্টস অফিসার অশোক বর্মণ অসীম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জী প্রমুখ।

অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ উন্নত হলেও মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এখনো পিছিয়ে রয়েছে। শালীনতা বজায় রেখে যেকোনো ধরনের পোশাক পড়লে সে ক্ষেত্রে সবার সম্মান জানানো উচিত। কিন্তু একজন নারীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ।


ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ