Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৩:৪৭

বাকৃবি লাইভ: বাংলাদেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫০ জন অফিসারদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫ দিন ব্যাপী ১৯ এবং ২০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালনায় আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জিটিআই শ্রেণী কক্ষে এই প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়।

গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিটিআই এর সহকারী প্রফেসর সুমাইয়া ফারজানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল এর আহবায়ক ও পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. এ, কে, ফজলুল হক ভূঁইয়া এবং রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক, কোষাধ্যক্ষ মোঃ রাকিব উদ্দিন, বাকৃবি অফিসার পরিষদের সভাপতি মোঃ খাইরুল আলম (নান্নু) সহ প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।

ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ