Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবিতে উদযাপিত হলো ডিএনএ দিবস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭, ২১:৪১


সিকৃবি লাইভ: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে উদযাপিত হলো ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিয়িকি এসিড) দিবস।

বুধবার  সিকৃবি ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে এই দিবসটি পালন হয়। ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম ডিএনএ দিবসের মূল কার্যক্রম উদ্বোধন করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।


সকাল এগারটায় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


এসময় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. নির্মল চন্দ্র রায়সহ অনুষদীয় শিক্ষকবৃন্দ।


ডিএনএ দিবসের এক বক্তৃতায় ভিসি ড. আলম বলেন, “বংশগতি, রোগ-বালায় নির্ধারণ ও প্রতিকার, উন্নত জাতের বীজ উদ্ভাবন, সৃষ্টি রহস্য উন্মোচন ইত্যাদি ক্ষেত্রে গবেষণার জন্য ডিএনএ আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ আবিষ্কারের ফলেই কৃষি গবেষণা দারুণ গতিতে এগিয়ে চলছে।”


উল্লেখ্য ১৯৫৩ সালের ২৫ এপ্রিল জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিন্স, রোজালিন্ড ফ্রাঙ্কলিন এবং তাদের সহকর্মীরা বিশ্বখ্যাত সাময়িকী “নেচার”-এ ডিএনএ এর গঠন নিয়ে তাদের গবেষণাপত্রটি প্রকাশ করেন। ২০০৩ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে এদিবসটি পালন শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৭ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস পালিত হলো।


অনুষ্ঠান শেষে অনুষদের সামনে ডিএনএর প্রতীক সম্বলিত একটি কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছে সিকৃবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীবৃন্দ।


ঢাকা, ২৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ