Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে চলন্ত ট্রেনে গাছ পড়ে আহত ২০

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭, ০৪:৩৩

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্টেশনের কাছে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ওপর গাছ পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। তারা সবাই ট্রেনের ছাদে অবস্থান করছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ময়মনসিংহ রেলওয়ে জয়শন স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস টেনটি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্টেশনের কাছে পৌঁছলে আকস্মিক দুটি বড় গাছ ট্রেনের শেষ দুটি বগির উপর হেলে পড়ে।

এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ছিটকে মাটিতে পড়ে কয়েকজন আহত হয়েছে। অতিবৃষ্টির কারণে গাছের গুঁড়ি থেকে মাটি সরে যাওয়ায় গাছ দুটি উপড়ে পড়েছে বলে উলে­খ করেছেন তিনি।  অনাকাঙ্খিত এদূর্ঘটনা ঘটে।


জিআরপি ওসি আব্দুল আহাদ খান জানান, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আহত বেশি হয়েছে।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ