Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এলএলবি কোর্স

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৭, ২২:৪৯


লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) কোর্স চালু করার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৫তম সভায় এই সিন্ধান্ত গৃহিত হয়।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গাজীপুর মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সর্বমোট ৩১ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সভায় ভিসি ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া সম্মন্ধে সদস্যবৃন্দকে অবহিত করে ঐ কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ হলো- ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে অধিভুক্ত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস এমবিএ ইন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালু করা। অধিভুক্ত কলেজে ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) কোর্স চালু করা। একাডেমিক কাউন্সিল হতে সিনেট, সিন্ডিকেট, অধিভুক্তি কমিটিসহ বিভিন্ন নীতি-নির্ধারণী পর্ষদে সদস্য মনোনয়ন দান।

একাডেমিক কাউন্সিলের এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি প্রফেসর মাহফুজা খানম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত বিভাগের প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ আবদুস সালাম হাওলাদার, খাগড়াছড়ি সরকারী কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ আব্দুস সবুর খান।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ, প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, প্রফেসর ড. মোবাশ্বেরা খানম, ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বদরুজ্জামান, রেজিস্ট্রার জনাব মোল্লা মাহফুজ আল-হোসেন, গ্রন্থাগারিক প্রফেসর ড. মোঃ নাসির  উদ্দিন প্রমুখ।

 

ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ