Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে যৌন হয়রানির দায়ে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৭, ১৮:৩৫

চবি লাইভ : ছাত্রীকে যৌন হয়রানি করায় ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে তাকে বহিষ্কার করা হয়। এর আগে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্ট নেতাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির সামনে বুধবার ওই ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রফ্রন্টের নেতার নাম ফজলে রাব্বী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নগরে বিক্ষোভ করেছে চবি ছাত্র ফেডারেশন ও ছাত্র ইউনিয়ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিমন শিকদার। বুধবার রিমন কলা অনুষদের ঝুপড়ির সামনে ওই ছাত্রীকে ডাক দেয়। তখন ছাত্রীটি তার ডাকে সাড়া না দেওয়ায় একপর্যায়ে রিমন জোর করে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এ ঘটনার প্রতিবাদ করায় ফজলে রাব্বীর সঙ্গে রিমনের কথা-কাটাকাটি হয়। পরে রিমনের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ঝুপড়ি এলাকায় এসে রাব্বীকে মারধর করে। এরপর রাব্বীর বন্ধুরা তাকে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। রিমন ক্যাম্পাসে চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ তারা এখনো দেয়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দোষী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে যৌন হয়রানির দায়ে ছাত্রলীগ কর্মী রিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো চবি ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চবি ক্যাম্পাসে ছাত্রী উত্ত্যক্তকারী ছাত্রলীগকর্মী রিমন শিকদারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।


ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ