Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে গুম আতংকে ছাত্রদল নেতারা, এক নেতা রিমান্ডে

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭, ২০:১৮

ময়মনসিংহ লাইভ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে গুম আতংক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক এমএ সালাম রাসেলকে আটকের পর পুলিশ তা অস্বীকার করায় তাদের মাঝে এ আতংক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ওই নেতাকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। অাদলাত তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকৃবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকা থেকে সালাম রাসেলকে পুলিশ পরিচয়ে আটক করা হয়। তবে বিষয়টি গোপন রাখা হয়। এনিয়ে বাকৃবিতে ছাত্রদল নেতাদের মাঝে গুম আতংক ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাকর্মীরা এনিয়ে বিবৃতি প্রদান করেন। সালামের কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
সালামকে অবিলম্বে আদালতে হাজিরের দাবি জানান তার। পরে মঙ্গলবার বিকেলে ওই নেতাকে ময়মনসিংহের কোর্টে উঠানো হয়।

ময়মনসিংহ কোতওয়ালী থানার উপপরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, বাকৃবিতে ছাত্রলীগের ৮ কর্মীকে মারধর করার ঘটনায় মামলায় সালামকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালামকে আটক করলেও পরে তারা বিষয়টি অস্বীকার করেন। বেশ আতংক রয়েছে। তবে এভাবে গণতন্ত্র ও ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন।


উল্লেখ্য, গত ৫ এপ্রিল ছাত্রলীগের ৮ কর্মীকে মারধর করার ঘটনায় ছাত্রদলের ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনের নামে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ঢাকা, ১৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ