Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল ভার্সিটির প্রথম সমাবর্তনে ৩২ জন স্বর্ণপদক পাচ্ছেন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭, ০৩:১৮




জাককানইবি লাইভ:  ময়মনসিংহের  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথম সমাবর্তনে ৩২ জন স্বর্ণপদক পাচ্ছেন। বুধবার কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাবর্তন উদযাপনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
 
বুধবার দুপুর আড়াইটায়  সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখবেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম।
 
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান।
 
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহবায়কও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম  বলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতিকে বরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন রঙে।
 
প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট আগমনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
 
ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম আরও বলেন, প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪শত গ্র্যাজুয়েটের মধ্যে সনদ ও ৩২ জন মেধাবী গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করবেন।
 
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান রনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রথম ব্যাচের ছাত্র হিসাবে অংশগ্রহণ করতে পারছি বলে আমার খুব আনন্দ লাগছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের ছাত্র হতে পেরেও এখন নিজেকে গর্বিত মনে হচ্ছে।
 
ইব্রাহিম খলিল শান্ত জানান, এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এখানেই চাকরি করে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারছি এটা আমার জীবনে অনেক আনন্দের পাওয়া।

 

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ