Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সেই নেতার সখ্য, তোলপাড়!

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৭, ০৭:৪৯

লাইভ প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্রলীগের আরেক নেতার বিরুদ্ধে ছাত্রদলের সঙ্গে সখ্যতার অভিযোগ উঠেছে। ওই নেতাও সদ্য স্থগিতকৃত শাবি ছাত্রলীগের সভাপতি গ্রুপের অনুসারি। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে শাবি ক্যাম্পাসে। শাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এর আগে তিনি সাংবাদিকদের মাইর হবে মাইর... এমন হুমকি দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে অনেকটা মুচলেকা দিয়ে তিনি রক্ষা পান। ভুলবোঝাবুঝির কারণে এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।

ছবি : শাবি ছাত্রলীগ নেতা ঝুটনের (তীর চিহ্নিত) ডানে শাবি ছাত্রদলের সভাপতি এমএ রকিব ও বাঁয়ে দফতর সম্পাদক মনির হোসেন (গোল চিহ্নিত)। ইনসেটে ছাত্রলীগ নেতা ঝুটন।

জানা গেছেন, মৃন্ময় দাশ ঝুটনের ছাত্রলীগের সঙ্গে রাজনীতির হাতেখড়ি বেশিদিনের নয়। বিশেষ সুবিধাবলে তিনি পার্থর নজরে আসেন। তাকে অল্প দিনেই ত্যাগী নেতাদের বাদ দিয়ে পদ দেয়া হয়। মাঠের আন্দোলনে তাকে তেমন একটা দেখা না গেলেও ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফটোসেশনে পটু ওই ছাত্রলীগ নেতা।


আড়ালে তার বন্ধুত্ব ছাত্রদল নেতাদের সঙ্গেই। যদিও শাবিতে বর্তমানে ছাত্রদলের তেমন একটা কার্যক্রম নেই। ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রকাশ্যে তেমন একটা দেখা যায় না। আতংকে তারা ক্যাম্পাস ও এর আশপাশ এলাকায় ছাত্রলীগকে তারা এড়িয়ে চলেন। বিশেষ দিবসের প্রোগ্রামেও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশের সাহস দেখায় না ছাত্রলীগের ভয়ে।

ক্যাম্পাসের বাইরে কোন প্রোগ্রাম করলেও ছাত্রলীগের নেতাকর্মীদের হুমকি-ধমকি শুনতে হয়। এ অবস্থায় ছাত্রদলের কার্যক্রম অনেকটা আড়ালে চলে গেছে।

তবে ঝুটন ছাত্রদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন বলে অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে নানা সময় রাজনৈতিক পরামর্শও নেন বলে অভিযোগ উঠেছে। এমনকি শাবিতে ছাত্রদলের পদে থাকা তার এলাকার নেতাদের সঙ্গে তার সখ্য রয়েছে। এদিকে শনিবার শাবি ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে ব্যানার ধরে মানববন্ধনে অংশ নিয়ে নিজের প্রকৃত চেতনার জানান দিয়েছেন তিনি। এনিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, ঝুটন শাবি ছাত্রদলের সভাপতি এমএ রাকিবের পাশেই ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। তার পাশে আছেন ছাত্রদলের আরেক শীর্ষ নেতা শাবি ছাত্রদলের দফতর সম্পাদক মনির হোসেন।

দুই ছাত্রদল নেতার মাঝখানে ঝুটনের ব্যানার ধরে দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।

এবিষয়ে ঝুটন ক্যাম্পাসলাইভকে বলেন, ছাত্রদলের সভাপতিকে আমি চিনি না। আমার পাশে কে ছিল আমি জানি না। তবে কোন ছাত্রদলের নেতা যদি আমার পাশে এসে ব্যানার ধরে তাহলে আমার করার কি থাকতে পারে।
এসময় তিনি উল্লেখ করেন শাবিতে ছাত্রদলের কোন কার্যক্রম নেই। তাদের সঙ্গে তার কোন সখ্যতাও নেই। হাওরে ফসল রক্ষার দাবিতে মানবন্ধন হয়েছিল। তাই সেখানে গিয়েছিলাম।


ঢাকা, ১৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ