Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবির সুবর্ণার মৃত্যু নিয়ে প্রশ্ন : বন্ধুর হদিস মিলছে না!

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭, ০৮:৪২

পাবনা লাইভ : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্রী সুবর্ণা কাকনের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পহেলা বৈশাখে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রচার করা হয়েছে। তবে কিভাবে ঘটনা ঘটল। সুবর্ণা ঘটনাস্থলে মারা গেল আর তার বন্ধু আলামিন সামান্য আহত হওয়ার প্রকৃত কারণ কী! এসব প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়েছেন সুবর্ণার বন্ধু। ঘটনার সময় মোটরসাইকেলে থাকা সুবর্ণার বন্ধু আলামিনের কোন হদিস মিলছে না। ঘটনার পর থেকেই তিনি লাপাত্তা।

তবে সুবর্ণার সহপাঠী ও পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের দাবি দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা উচিৎ। আড়ালে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তা বের করার দাবি তাদের। সুবর্ণার বন্ধু আলামিনকে আটক করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক পিকআপ চালককেও আটকের দাবি জানানো হয়েছে। এসব বিষয়য়ে সুষ্ঠুভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।

তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মগোপনে চলে গেছেন। বন্ধুর মৃত্যুর পর তার এভাবে আত্মগোপনে চলে যাওয়াকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন।

শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, একই এলাকায় বাড়ি হওয়ায় ঢাবির ছাত্র আলামিনের সঙ্গে পাবিপ্রবির ছাত্রী সুবর্ণা কাকনের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার পহেলা বৈশাখে সুবর্ণাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আলামিন। এসময় দ্রুতগামী পিকঅাপ ভ্যানের ধাক্কায় নিহত হন সুবর্ণা। সামান্য আহত হন আলামিন। সাংবাদিকদের এমন বর্ণনা দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তড়িঘড়ি করে সটকে পড়েন আলামিন।

এঘটনার পর তিনি আর বাড়ি ফিরেননি। যদিও তার পাবনার সুজানগরে বাড়িতে ফেরার কথা ছিল। একটি সূত্র জানিয়েছে আলামিন বাড়িতে না গিয়ে ঢাকায় চলে গেছেন।
তবে তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এমনকি তার বাবার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বান্ধবীর মৃত্যুর পর বন্ধুর এভাবে চলে যাওয়া রহস্যাবৃত।

এদিকে সুবর্ণার মৃত্যুর পর শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোন অভিযোগ করা হয়নি। সুবর্ণাকে হারিয়ে শোকে কাতর তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যে সুবর্ণার লাশ দাফন করা হয়েছে।
সুবর্ণার মৃত্যুর ব্যপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হবে কিনা এনিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হারিয়ে পাবনার সুজানগর পৌর এলাকায় এখন শোক বিরাজ করছে।

এদিকে সুবর্ণার শোকে শনিবার পাবিপ্রবির স্থাপত্য বিভাগের কোন ক্লাস হয়নি। ক্যাম্পাসে সুবর্ণার সহপাঠীরা এখনও তাদের শোক কাটিয়ে উঠতে পারেননি। বলে জানা গেছে।

পাবিপ্রবির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান বিজয় দাস গুপ্ত জানান, সুবর্ণার মৃত্যুতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান বিজয় কুমার দাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল আলীম।

 
ঢাকা, ১৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ