Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার শাবির সাবেক সাংবাদিকদের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭, ০৬:৫৩

লাইভ প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতন ও যৌন হয়রানির ঘটনায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের বহিষ্কারের দাবিতে এবার আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংবাদিকরা। ন্যাক্কারজনক ওই ঘটনায় জড়িত ছাত্রলীগের সভপাতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ জড়িতদের বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শাবির সাবেক সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হবে।

জড়িতদের বহিষ্কার না করা পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি ও ক্যাম্পাসলাইভের সৈয়দ নবীউল ইসলাম দিপু এবং অবজারবারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাসকে পিটিয়ে আহত করা হয়। শাবি ছাত্রলীগের সদ্য স্থগিতকৃত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর কর্মীরা ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এনিয়ে শাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে রয়েছেন সাংবাদিকরা।


ঢাকা, ১৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ