Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবিতে বৈশাখে রঙ ছড়িয়ে না ফেরার দেশে সুবর্ণা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭, ০৭:৫৬

পাবনা লাইভ : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুবর্ণা খাতুন কাকন চলে গেছেন না ফেরার দেশে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। তার বিভাগের শিক্ষার্থীরাই বৈশাখে ক্যাম্পাসে রঙ ছড়িয়েছেন। তবে আয়োজন শেষে বৈশাখ উপভোগ করতে না করতেই সুবর্ণা চলে গেলেন সবাইকে কাঁদিয়ে।

আর কোনদিন ফিরে আসবেন না সুবর্ণা। তবে তার স্মৃতিগুলো হয়তো তাড়িয়ে বেড়াবে তার পরিচিতদের। শান্ত ও হাস্যেজ্জল এই মেয়েটিকে খুব মিস করবে পাবিপ্রবি ক্যাম্পাস। 

সুবর্ণার ফেইসবুক থেমে গেছে। তবে রয়ে গেছে স্মৃতি। এসব স্মৃতি হাতরে এখন কেবল আড়ালে চোখের পানি ঝরবে বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন ও তার শুভাকাঙ্খীদের।  

সুবর্ণা আর কোনদিন ফেইসবুকে স্ট্যটাস আপডেট করতে পারবেন না। কেউ তাকে কোন ছবিও ট্যাগ করবে না। সুবর্ণাও কোনদিন তার ফেইসবুক থেকে কাউকে ছবি ট্যাগ করবেন না।

ছবি : পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত সুবর্ণার বিভাগের শিক্ষার্থীরা

সুবর্ণার ফেইসবুক থেকে জানা গেছে, তিনি সর্বশেষ ১৩ এপ্রিল তার স্ট্যাটাস আপডেট করেছেন। এটাই তার শেষ স্ট্যাটাস। ওই স্ট্যাটাসে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যাতে লেখা রয়েছে :

AGE :

0-5 Everyone loves you

6-12 You love everyone

13-18 People start Hating you

19-30 You start Hating people

উল্লেখ্য, শুক্রবার নববর্ষ উপলক্ষে সুবর্ণা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে পাবনার ঈশ্বরদীর পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া বাইপাস মোড় এলাকায় পৌঁছলে পেছনে থাকা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই সুবর্ণা নিহত হন। তার বাড়ি পাবনার সুজানগরে।

এ ঘটনায় তার বন্ধু আলামিন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত বন্ধু আলামিনের বাড়িও একই এলাকায়।

পাবিপ্রবির স্থাপত্য বিভাগের সভাপতি বিজয় দাস গুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাবিপ্রবি ক্যাম্পাসের হাসিখুশি ওই মেয়েটির হাসি বজায় থাকুক ওপারেও...
ভাল থেকো সুবর্ণা, তোমার মত করেই...

 

 

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ