Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে সাংবাদিক নির্যাতন : কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত শুরু

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৭, ০৬:৩৯

লাইভ প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় দুই সাংবাদিক নেতাকে নির্যাতনের বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্ষদ।

বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির সদস্যরে সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীসহ সব ধরনের সূত্র নিয়ে তারা এগোচ্ছেন। দোষীদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তারা।

এর আগে বুধবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু এবং সহ সম্পাদক নজরুল ইসলাম বাবু। কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শনিবার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপুকে মারধোর করে শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করেন, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, গণিত বিভাগের নজরুল ইসলাম রাকিব, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি, লোকপ্রশাসন বিভাগের অনিরুদ্ধ দেব রায় অমিয়, রসায়ন বিভাগের মেহেদী হাসান স্বাধীনসহ অজ্ঞাতনামা ১০-১৫জন দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে হামলা চালায়।
তবে এ ঘটনার পর থেকে একটি সভাপতির অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছে সাংবাদিকদের।


ঢাকা, ১৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ