Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে সাংবাদিক নির্যাতন : রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ১০:১০

রাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই সংবাদিককে মারধরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হুসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাবি সাংবাদিক সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম, সভাপতি হাসান আদিব, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুন, রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, রাবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোস্তাফিজ মিশু, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ প্রমুখ।

এর আগে মঙ্গলবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) কালোব্যাজ ধারণ করে সাংবাদিক মারধরে জড়িতদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন, চাঁদাবাজিসহ এ ধরনের ঘটনায় যারা জড়িত থাকে তারা কোন সংগঠনের হতে পারে না। এরা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এসব করে থাকে। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে হবে।

এসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) সিলেট নগরীর পাঠানটুল দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করার জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দীপুকে বেধড়ক মারপিট করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী অনিরুদ্ধ দেব রায় অমিয়, রাহাত সিদ্দীকি, নজরুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর নির্দেশে ওই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ