Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবির সাংবাদিকদের ওপর হামলা : বাকৃবিতে কালোব্যাজ, সমাবেশ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ০৭:৪৮

লাইভ প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই সাংবাদিক নেতাকে মারধরের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যরা বুধবার কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন। টিএসসি’র সামনে ওই কর্মসূচিতে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিফুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সভাপতি হাতেম আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান সাগর, মুসফিকুর রহমান সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিফুল ইসলাম মারুফ বলেন ‘সাংবাদিকদের ওপর হামলা দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশে হুমকি স্বরূপ। শাবিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।’

এসময় বাকৃবির সাংবাদিক নেতারা শাবিতে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে বহিষ্কার দাবি করেন। অন্যথায় বাকৃবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ