Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে সাংবাদিক নির্যাতন : তিন বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭, ০৮:০৫

লাইভ প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় দুই সাংবাদিক নেতাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নামধারী কতিপয় বখাটে সন্ত্রাসী। শাবি ছাত্রলীগের সভপাতি সঞ্জীবন চক্রবত্রী পার্থর নির্দেশে ওই হামলা হয়েছে। ন্যাক্কারজনক ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একযোগে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে।

এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কালোব্যাজ ধারন কর্মসূচি পালন করা হয়েছে।

ছবি : শাবিতে চেতনা-৭১ এর সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চেতনা-৭১ এর সামনে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাবির সাংবাদিকরা।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ ধারনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

ছবি : রাবিতে কালোব্যাজ ধারন করে সাংবাদিকদের মানববন্ধন

এ সময় শাবির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। কর্মসূচিতে রাবির সাংবাদিক সংগঠন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি (রুরু) একাত্মতা প্রকাশ করে।

কর্মসূচিতে রাবিসাসের সভাপতি হাসান আদিব, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টা থেকে কালো ব্যাজ ধারণ করেন সাংবাদিকরা।

কর্মসূচী শেষে দুপুর দুটায় বিশ্বদ্যিালয়ের প্রেস কর্নারে সভায় মিলিত হন। সাংবাদিক সমিতির সভাপতি মোস্তফা যুবাইর আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

ছবি : ইবিতে কালোব্যাজ ধারন করে সাংবাদিকদের সভা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারক প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ সাংবাদিকদের উপর হামলাকে দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশে হুমকি স্বরূপ। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।”

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) সিলেট নগরীর পাঠানটুল দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করার জেরে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দীপুকে বেধড়ক মারধর করে শাবি শাখা ছাত্রলীগ কর্মী অনিরুদ্ধ দেব রায় অমিয়, রাহাত সিদ্দীকি, নজরুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন। তারা সবাই শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী।



ঢাকা, ১২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ