Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবিতে ডিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০৩:২৯

 

সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা।

এসময় তারা ডিনের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। যার ফলে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের আজকে কোন ধরনের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।


অপরদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণের দাবি করে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন ঐ অনুষদের শিক্ষকরা। তাদের দাবি শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এ ধরনের আচরণ করতে পারে না।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডিনের অদক্ষতা ও দায়িত্বে অবহেলার কারণে ডিন অফিসে চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খল অবস্থা চলছে। অপর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষা উপকরণের অভাবে শিক্ষাকার্য অচল হয়ে পড়েছে এবং কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত থাকার পরও শিক্ষার মান উন্নয়নে চরম উদাসীনতা দেখাচ্ছেন। যার ফলে গণহারে ক্রেডিট লস এবং ইয়ার ড্রপ হচ্ছে।

তারা আরও বলেন, ফ্যাকাল্টির ছাত্র সমিতিকে অচল করে রাখা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফ্যাকাল্টির অভিভাবক হিসেবে ফ্যাকাল্টির ডিন হিসেবে ড. পীযুষ কান্তি সরকারের অবহেলার জন্য শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।


তারা দাবি করেন, ডিনের লিখিত প্রতিশ্রুতিনামা যথাযথ কর্তৃপক্ষকে সামনে রেখে দিতে হবে অথবা পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।


এ ব্যাপারে জানতে চাওয়া হলে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার বলেন, শিক্ষার্থীরা আমার দপ্তরে এসে তালা লাগালে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকটে যাই এবং পদত্যাগের অনুরোধ করি।

কিন্তু এই অনুষদের শিক্ষকমন্ডলী আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন। তবে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি।

অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ আলতাফ হোসেন জানান, আমরা আমদের অনুষদের সকল শিক্ষকদের সাথে আলাপ করে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং দায়ি শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ