Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবিতে র‌্যাগ ডে পালন: অতঃপর ৩৯ শিক্ষার্থীকে জরিমানা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ১৬:১৯



সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জরিমানা করা হয়েছে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ৩৯ শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) পালন করায় তাদেরকে এই জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস স্বাক্ষরিত এক নোটিসে ৩৯ শিক্ষার্থীর প্রত্যেককে ১২ শ টাকা করে জরিমানা করা হয়। নোটিসে অনুমতি ছাড়া র‌্যাগ ডে পালনের অভিযোগ আনা হয়।

জানা যায়, গত ২ এপ্রিল ক্যাম্পাসে শিক্ষা সমাপনী উৎসব করে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। ওইদিন দুপুরে তারা ক্যাম্পাসে র‌্যালি ও ক্যাম্পাসের বাইরে বিভিন্ন আনন্দ আয়োজন করে।

এই উৎসবের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শেষ বর্ষের ৩৯ শিক্ষার্থীকে জরিমানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, অনুমতি ছাড়াই ক্যাম্পাসে র‌্যালি করে ওই শিক্ষার্থীরা। যাতে ক্যাম্পাসের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ জন্য জরিমানা করা হয়েছে।

তবে র‌্যাগ ডে পালন করা শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের কাছ থেকে মৌখিকভাবে র‌্যালি করার অনুমতি নিয়েছিলেন তারা। এ ছাড়া ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্রসংগঠন অনুমতি ছাড়াই মিছিল সমাবেশ করলেও তাদের কখনো জরিামানা করা হয় না।

এ ব্যাপারে শেষ বর্ষের এক শিক্ষার্থী জানায়, র‌্যাগ ডে পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হয় সেটা আমাদের জানা ছিল না। অনুষ্ঠান শুরু করার পর জানতে পারি। তখন প্রক্টর স্যারকে ফোন দিলে তিনি পরে কথা বলার জন্য বলেন।

এরপর সহকারী প্রক্টর রাহুল ভট্টাচার্যের সঙ্গে কথা বললে তিনি দুপুর ১টা থেকে ২টার মধ্য অনুষ্ঠান করার মৌখিক অনুমতি দেন। এছাড়াও অনেকেই তো অনুমতি ছাড়া বিভিন্ন রকমের অনুষ্ঠন করে থাকে। তাদেরকে তো জরিমানা করা হয় না।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, তারা কারো কাছ থেকে কোনো রকমের অনুমতি নেয়নি। যার ফলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ