Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে ভালোবাসা নিয়ে বিতর্কে দর্শক মাতালেন জাফর ইকবাল

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ০৮:১৩

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা নিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে বিতর্কে দর্শক মাতিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

বিরোধীদলীয় নেতার ভূমিকায় থেকে তিনি সরকারি দলকে তুলোধুনা করেছেন। শেষপর্যন্ত ছায়া সংসদে জয়ী হয়েছে শিক্ষকদের দ্বারা গঠিত বিরোধীদল।

শাবিপ্রবির বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) ওই বিতর্কের আয়োজন করে। “ছাত্র-শিক্ষক বিতর্ক ২০১৭” এ শিক্ষার্থীদের দ্বারা গঠিত সরকারি দলের উত্থাপিত প্রস্তাবটি ছিল “এই সংসদ মনে করে যে, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই সবই মিডিয়ার সৃষ্টি”।

বিতর্ক শেষে কণ্ঠ ভোটে বিরোধীদল জয়লাভ করে। পরে এসইউডিএসের সভাপতি চৌধুরী আমির হামজা শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বিতর্কে বিরোধী দলে ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, জিওগ্রাফি এন্ড এনভারনমেন্ট বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর নুসরাত জাহান কলি এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির এসিস্ট্যান্ট প্রফেসর সায়মা সুলতানা চৌধুরী।

শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে বুধবার ছায়া সংসদ অধিবেশনটি শুরু হয়। প্রথমে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে একটি জঙ্গিবাদ বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ছায়া সংসদে প্রথমে প্রধানমন্ত্রী তাসলিমা আকতার প্রস্তাবটি উত্থাপন করে বলেন অতীতে শাবানা-আলমগীর, রাজ্জাক কবরীদের মত ভালবাসা পাওয়া গেলেও বর্তমানে ভালবাসা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ।

বিপরীতে সংসদের বিরোধীদলীয় নেত্রী সায়মা সুলতানা চৌধুরী প্রস্তাবটির বিরোধিতা করে বলেন যুগে যুগে কালে কালে ভালোবাসা ছিলো, আছে এবং থাকবে তিনি কিছু পরিসংস্যান ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সংসদের সামনে তুলে ধরেন।

এরপর প্রেমবিষয়কমন্ত্রী চৌধুরী আমীর হামজা বর্তমান ভালবাসার সার্বিক অবস্থা তুলে ধরেন।

বিরোধীদলীয় উপনেতা নুসরাত জাহান কলি সরকারি দলকে সঠিকভাবে ভালবাসা অনুসন্ধানের আহ্বান জানান।

সরকার দলীয় সংসদ সদস্য অনন্যা সরকার বলেন ভালোবাসা এখন শুধু শুধু ফেইসবুক, ইমোতেই সীমাবদ্ধ।

বিরোধী দলীয় সংসদ সদস্য ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য সবচেয়ে আকর্ষনীয় ও উপভোগ্য ছিল। তিনি বর্তমান ছায়া সংসদের সরকার দল ও জনগনের ভালবাসা খুঁজে না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন।

তিনি বলেন বিশ্বের কথা বাদ দিলাম শাবিপ্রবি ক্যাম্পাসেই অসংখ্য ভালবাসার উদাহরণ রয়েছে। শাবিপ্রবিতে সবচেয়ে বেশি প্রেম হয় সিঁড়িতে বসে। অামার কাছে অনেক ছেলে-মেয়ে ভালোবাসার কথা বলতে আসে।

তিনি ভালবাসার সম্পর্কিত বিভিন্ন কর্যক্রমের তথ্য সংসদে উপস্থাপন করেন। ড. জাফর ইকবাল এসময় সরকারি দলকে ইঙ্গিত করে বলেন হতাশার কিছু আপনাদেরও (তোমাদের) হবে।

এরপর প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় সংসদ সদস্য এর যুক্তি খণ্ডনের মাধ্যমে সংসদের অলোচনা পর্ব সমাপ্তি হয়। মাননীয় স্পিকার প্রস্তাবটি পাশের জন্য উত্থাপন করলে কণ্ঠ ভোটে বিরোধীদল জয়লাভ করে।

সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) সাবেক সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ মুন্সী।



বিতর্কের ভিডিও :

 


ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ