Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সমাবর্তন উপলক্ষে উন্নয়নের ছোঁয়া লেগেছে জাককানইবিতে

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ২৩:১১




জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আগামী ১৯ এপ্রিল হতে যাওয়া প্রথম সমাবর্তনকে ঘিরে নতুন কৌতুহলের আমেজ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থী এবং পুরো ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, রাস্তা, স্থাপত্যসহ প্রতিটি স্থানেই চলছে পরিস্কার-পরিচ্ছনতা ও সংস্কারের কাজ। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর সূত্রে জানা যায়, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন, সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সকল কাজ বিভিন্ন উপ-কমিটিতে বণ্টন করে দেয়া হয়েছে। খুব দ্রুততার সাথে এসব কাজ এগুচ্ছে। সমাবর্তনে গ্রাজুয়েটরা নতুনরূপে তাদের পুরাতন প্রাঙ্গণকে দেখতে পারবে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সমাবর্তনের অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় খেলার মাঠে চলছে সংস্কারের কাজ। মাঠের ভেতরের মাটিকে সমতল করা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাতে নতুনভাবে ইট দিয়ে মেরামত করা হচ্ছে।


 
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের ভেতরে ও বাইরে সংস্কারের কাজ চলমান। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া, গাছে রঙ করা, শিক্ষার্থীদের বসার জন্য ছাতাগুলিসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শুরু হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। এতে জাককানইবি পাচ্ছে এক নতুন রূপ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে পঞ্চম ব্যাচ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর অর্জনকারীরা অংশগ্রণের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ