Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিকে কাঁদিয়ে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ০৬:৫৯

ঢাবি লাইভ : বিশ্ববিদ্যালয় গেইমসের পঞ্চম আসরে ফাইনালে পৌঁছে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল। রোববার সেমিফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিয়েছেন ঢাবির ক্রিকেট তারকারা। এর মধ্য দিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ঢাবি। ফাইনালে ঢাবির প্রতিপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

রোববারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল ৮৩ রানে অলআউট হয়ে যায়। ঢাবির ক্রিকেট তারকা দিদারের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে ইবির ক্রিকেট দল।  দিদার নেন ৪ উইকেট।

এছাড়া শুরু থেকেই আল আমিন সুজন, ফোরকান, ইমন ও দিদারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ ওভারেই মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় ইসলামি বিশ্ববিদ্যালয়।

জবাবে ৮৪ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইনফর্ম দুই ওপেনার হাসানুজ্জামান ও আল আমিন সুজনকে হারিয়ে চাপে পরে যায় স্বাগতিকরা। এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ইমনের ব্যাটে কিছুটা স্বস্তি খুঁজে পায় ঢাবি।

৭ম ওভারে ব্যাক্তিগত ১৪ রানে রাকিবের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ইমনও ফেরত আসলে ফের চাপে পরে যায় ঢাবি। এরপর দলকে পথ দেখান উইকেট কিপার ব্যাটসম্যান রবিউল ইসলাম। ব্যাক্তিগত ১০ রানে তিনিও ফিরে গেলে আবারও চাপে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এক পর্যায়ে মাত্র ৩৬ রানে ৪ শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা হয়ে যায় স্বাগতিকরা। এরপর ফিল্ডিংয়ের সময় মারাত্বকভাবে আহত হওয়া ফোরকান দলের বিপদ দেখে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে এসে ব্যাটিংয়ে নামেন। ব্যক্তিগত ১২ রান করে দলীয় ৬০ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে হতাশা দেখা দেয়। তখনও জয়ের জন্য ২৪ রান প্রয়োজন স্বাগতিকদের। শেষ দিকে রাহাত ও রিফাত পরিস্থিতি সামলে অবিচ্ছিন্ন ২৭ রানের এক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ফাইনালে পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এ জয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণ করল।



ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ