Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরকীয়ার ভয়ংকর শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ছাত্র অালাউদ্দিন!

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ১৭:২৬

চট্টগ্রাম লাইভ : বিয়ের পরেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক ও এনিয়ে টানাপড়েন। অবৈধ সম্পর্কের কথা স্বামীর জেনে যাওয়া। কিংবা আগের স্বামীর প্রতিশোধ, সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাউদ্দিন জীবনের হত্যার রহস্য ঘুরপাক খাচ্ছে। তবে পুলিশের দাবি তারা হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন করেছেন। খুনিদের গ্রেফতারের আগে এবিষয়ে মুখ খুলতে নারাজ তারা। শিগগিরই এর রহস্য উন্মোচন হবে বলে দাবি পুলিশের।

অন্যদিকে হত্যা যেভাবেই হোক না কেন ছেলের খুনিদের বিচার চান বাবা আলাউদ্দিন। তিনি বলেন, আমি কিচ্ছু জানতে ও বুঝতে চাই না, আমার ছেলেকে ফেরত চাই। যারা এ ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

বিশ্ববিদ্যালয়ের সূত্র, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে আলাউদ্দিন খুনের অনেকটা স্পষ্ট ধারনা পাওয়া গেছে। পরকীয়ার কারণেই নৃশংস ওই খুনের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

জানা গেছে, আলাউদ্দিনের সঙ্গে রুম্পা নামে এক ছাত্রীর প্রেম ছিল দীর্ঘদিন ধরে। ওই ছাত্রীকে আলাউদ্দির প্রাইভেট পড়াতেন। সেখান থেকেই প্রেমেরর শুরু। কিন্তু ওই ছাত্রীর অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। তার ঘর আলো করে আসে সন্তান। কিন্তু সংসার জীবনে সুখী ছিল না রুম্পা। তবে এতকিছুর মাঝে আলাউদ্দিনের সঙ্গে তার সম্পর্কে ছেদ পড়েনি। তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে রুম্পার বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।

রুম্পা আলাউদ্দিনের প্রেম আরো জোড়ালো হয়। এরই মাঝে রুম্পার বাবা মারা যায়। রুম্পা ও আলাউদ্দিন কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়।

পরে ফিরে আসলে অভিভাবকহীন রুম্পাকে আবারো বিয়ে দেয়া হয়। পাত্র প্রবাসী। এসুযোগে রুম্পা ও আলাউদ্দিনের প্রেম চলতে থাকে আড়ালে আবডালে। রুম্পা আলাউদ্দিনকে বিয়ের জন্য চাপ দেয়। এনিয়ে কিছুদিন পর তাদের প্রেমের মাঝে ফাটল দেখা দেয়। বিষয়টি কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এরই মাঝে রুম্পার স্বামী বিষয়টি জেনে যায়। দেশে ফিরে আসেন তিনি। শুরু হয় নতুন টানাপড়েন।

এবার আলাউদ্দিন রুম্পাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখেন। কিন্তু রুম্পা এ সম্পর্ক আর সামনের দিকে এগিয়ে নিতে চায় না। এনিয়ে শুরু হয় টানাপড়েন। এমন টানাপড়েনের মধ্যেই খুন হয়েছেন চবি ছাত্র আলাউদ্দিন জীবন।

বুধবার রাতে নগরীর অক্সিজেন এলাকার শহীদনগরে একটি ভবনের ৩য় তলায় হাত পা বাধাঁ অবস্থায় জীবনের লাশ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হত্যকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম ও পরিচয় প্রকাশ পায়নি।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হত্যাকাণ্ডের মোটিভ অনেকটা পরিস্কার। আমরা কিছুটা নিশ্চিতও হয়েছি কি জন্য আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। ওই মেয়েটিকে গ্রেফতার করা গেলে বিষয়টি আরো পরিস্কার হয়ে যেত। তবে আসামি গ্রেফতার করা পর্যন্ত কোন কিছু প্রকাশ করা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

জীবনের ঘনিষ্ট বন্ধু সাদিক জানান, অনার্সে তারা একসঙ্গে ভর্তি হয়েছিলেন। তার রোল নম্বর ২৯, আলাউদ্দিনের ছিল ৩০। দুজনের বাবার নাম একই। মাঝে মাঝে জীবন অক্সিজেন এলাকায় আসতেন। তার সঙ্গে একটি মেয়ের ৫/৬ বছরের সম্পর্ক ছিল তাদের। সে ওই মেয়েটাকে পড়াতো। রুম্পা নাম ছিল তার। খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় মেয়েটার। সেখানে তার একটি বাচ্চা হয়। পরে সেখানে বনিবানা হয় না এমন অজুহাত তুলে বিবাহবিচ্ছেদ করে রুম্পা। এর মধ্যেও রিলেশন চলে তাদের। পরবর্তীতে মেয়েটার বাবা মারা গেলে তাকে আবারো বিয়ে দেয়া হয়। এর মধ্যে কিছু দিন জীবনের সাথে রুম্পার সম্পর্কে ফাটল ধরে। পরে রুম্পা আবারো বিয়ে করলে জীবনের সাথে তার সম্পর্ক পুন:রায় শুরু হয়। এসবের মাঝে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। রুম্পার দ্বিতীয় স্বামী প্রবাসী ছিলেন বলে জানিয়েছেন সাদিক। রুম্পার বাবার মৃত্যুর পরতো সে কয়েকমাসের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এর মধ্যে সে আলাউদ্দিনের সাথে কিছুদিন সময় কাটিয়েছিল। পরে তার পরিবার এসে তার দ্বিতীয়বার বিয়ে দেয়।

আলাউদ্দিন কয়েকবার সম্পর্ক বিচ্ছেদ করতে চেয়েছিল কিন্তু মেয়েটার কারণে সেটা পারেনি। রুম্পার দ্বিতীয় স্বামী জীবনের বিষয়ে জানতো।

এদিকে আলাউদ্দিনের কয়েকজন বন্ধু জানান, সাম্প্রতিককালে রুম্পার স্বামী দেশে ফিরেছেন। এঅবস্থায় রুম্পা আলাউদ্দিনের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি। এনিয়ে টানাপড়েন চলছিল।

উল্লেখ্য, বুধবার নগরীর শহীদনগর এলাকার চারতলা বাড়ির তিন তলার একটি বাসা ভাড়া নিতে আসেন ৩ যুবক ও এক তরুণী। এসময় তারা এক বস্তা মালামালসহ নিয়ে আসেন এবং তখনিই বাসায় উঠতে চান। পরে বাসা খুলে দেওয়া হলে তারা বাসাটা পরিস্কারের জন্য তত্ত্বাবধায়কের কাছ থেকে একটি বালতি নেন। পরে তারা বাজার আর অন্যান্য মালামাল নিয়ে আসার কথা বলে বাসা থেকে বের হন। রাত ১০ টার দিকে বাড়ির তত্ত্বাবধায়ক ওই বাসার সামনে দিয়ে হাঁটতে গিয়ে দেখেন বাসার দরজা খোলা। পরে ভেতরে কারও আওয়াজ না শুনে তিনি সেখানে প্রবেশ করেন। বাসার টয়লেটের মধ্যে এক যুবকের হাত-পা বাধা লাশ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে ওই লাশ চবি ছাত্র আলাউদ্দিন জীবনের বলে শনাক্ত হয়।



ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ