Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবি’তে জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ০৩:০৮

বাকৃবি লাইভ: জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব।


শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর।


পরে শিক্ষার্থীরা ১ ঘণ্টার বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের উৎসবের দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. জসিমউদ্দিন খান।


এসময় আরো উপস্থিত ছিলেন, জীববিজ্ঞান উৎসবরের সভাপতি প্রফেসর ড. শহীদুর রহমান ভুইয়া, সহকারী সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।


উৎসবে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির তিনটি ক্যাটাগরিতে ১৩৯জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। যারা আগামী ১৫ এপ্রিল ঢাকায় জাতীয় উৎসবে অংশগ্রহণ করবে।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ