Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাহজালাল বিশ্ববিদ্যালয় পেল সোয়া দুইশ কোটি টাকা

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০২:৫৩

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উন্নয়ন কাজের জন্য ২০০ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আমিনুল হক ভূইয়া জানান, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পে ওই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক মোল্লা আকবর হোসেন জানান, এ অর্থ দিয়ে আবাসিক সমস্যা সমাধানে ছাত্রীদের জন্য চারতলা নতুন একটি হল, সৈয়দ মুজতবা আলী হল বর্ধিত করা এবং শিক্ষকদের জন্য একটি কোয়ার্টার নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, এ বরাদ্দকৃত অর্থে একাডেমিক ভবন সম্প্রসারণের প্রস্তাবনাও রয়েছে। একাডেমিক ভবনের মধ্যে ড. এম এ ওয়াজেদ আইআইসিটি ভবনের ৫ম থেকে ১০ম তলা, সেন্টার অব এক্সিলেন্সের নতুন বিল্ডিং, সামাজিক বিজ্ঞান ভবন (একাডেমিক ভবন-ডি)-এর নতুন একটি ব্লক, কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নতুন ওয়ার্কশপ এবং বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপাতি কেনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণেরও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

 
ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ