Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে বিশ্ব পানি দিবস উদযাপন

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ০১:২২



শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর ৩২১ নং কক্ষে “বর্জ্য পানি ব্যবস্থাপনা” বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়।


সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলামের পরিচালনায়  ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশতাক আহমেদের সভাপতিত্বে  সেমিনারটিতে  প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভ’ইয়া।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের সহ-সভাপতি  এইচ. এস. মোজাদ্দাদ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এসোসিয়েট প্রফেসর মিসবাহ উদ্দিন।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ তথা বিশ্বে শিল্পায়নের ক্রমবিকাশের ফলে শিল্প বর্জ্যপানি পরিবেশে উন্মুক্ত হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। পানির লাগাতার অপচয়ের ফলে ভূগর্ভস্থ পানির স্থর নিচে নেমে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে সুপেয় পানির অভাব সৃষ্টি করতে পারে।

তাই বর্জ্য পানি সমস্যা নিরসনের লক্ষ্যে আর্থসামাজিক পদক্ষেপের প্রতি গুরুত্ব দিতে হবে এবং পানি দূষণ রোধকল্পে ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য সরকার, শিল্প প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

 

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ