Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবি ভর্তি পরীক্ষাকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭, ১৭:২৪


হাবিপ্রবি লাইভ: বাংলাদেশের উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠের ২০১৬-১৭ শিক্ষা-বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল ১৯ মার্চ রোববার থেকে।


আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাবিপ্রবির দিকে ছুটছে ভর্তি পিপাসুরা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ এবং আশেপাশের আবাসিক এলাকা গুলো তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

এবার ৭ টি ইউনিটের অধীনে ৬ টি অনুষদ সংশ্লিষ্ট ২০ টি বিভাগের সর্বমোট ১৯৫৫ টি আসনের বিপরীতে প্রাথমিক ভাবে আবেদন সমপন্ন করে প্রায় ৯৬,০০০ শিক্ষার্থী।


উল্লখ্য ভর্তি পরীক্ষা টি ভিসি না থাকায় গত ১৮ ডিসেম্বরের পরিবর্তে দীর্ঘদিন স্থগিত ছিল। ভিসির নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মু.আবুল কাসেম এ মাসের ১৯ তারিখ থেকে ভর্তি পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নেন।

সেই লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সকল ধরনের নিরাপত্তা এবং সহযোগিতামূলক ব্যাবস্থা গ্রহন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) ইউনিট ভিত্তিক পরীক্ষার সময় সূচি এবং আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অনুষদীয় ছাত্র সমিতি, সাংস্কৃতিক এবং সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ভর্তি পরীক্ষাদের সহযোগিতার্থে "এডমিশন হেল্প ডেস্ক" পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন শুরু করেছে।


এবারের ভর্তি পরীক্ষাটি সুষ্ঠ এবং সুন্দর ভাবে অনুষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠন বদ্ধ পরিকর।

 

ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ