Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ২০:৫০


সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল আটটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে জাতীয় দিবস উদযাপন কমিটি।


ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর।

এর পরপরই ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হল শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


ফুল দেয়া শেষ হলে পুরাতন লাইব্রেরি ভবনের নিচতলার করিডরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিকৃবি শাখা। সেখানে শিশুরা দেশাত্ববোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার সব চিত্র অংকণ করে। এদিকে সকাল সাড়ে নটায় কেন্দ্রীয় মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান নিয়ে বক্তব্য রাখা হয়।

 

ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ