Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস পালিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ০৪:২২


শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস’ উদযাপিত হয়েছে। বৃহস্পবিার দুপুরে মণিপুরী ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এই দিবসটি পালিত হয়।


‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।


পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক শুভ কুমার সিংহের সভাপতিত্বে এবং কিরণ কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস।


তিনি বলেন ভাষা যেকোনো জাতির অন্যতম আবেগের একটা জায়গা। প্রত্যেক জাতির জন্য ভাষা কোনো অধিকার নয়, এটা সহজাত বৈশিষ্ট্য।


এসময় আরো উপস্থিত ছিলেন মণিপুরী ছাত্র পরিষদের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি বিধান কুমার সিংহ, শাবির ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পরেশ চাকমা, সহসভাপতি তুহিন ত্রিপুরা, ডা. পরেশ চন্দ্র সিংহ ও সুজিত কুমার সিংহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ