Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

২৫ মার্চ গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে বাকৃবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ০১:২৭


বাকৃবি লাইভ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকেরা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে।


বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়-৭১ এর পাদদেশে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের মানববন্ধনে এই দাবী জানানো হয়।


এসময় বক্তারা বলেন, বিশ্বে অন্যান্য গণহত্যা যেভাবে আলোচিত হয় ২৫ মার্চের মহান ত্যাগ ততটা আলোচিত হয় না। দীর্ঘদিন পরে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত জাতীয় সংসদে গৃহীত হয়েছে। যা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা এই দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাই। ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হলে গণহত্যার বিরুদ্ধে মানুষের চেতনা জাগ্রত হয়ে উঠবে।


গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, অফিসার ও কর্মকতাবৃন্দ।

 

ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ