Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ‘অফিসিয়াল’ ভেরিফাইড ফেসবুকে বঙ্গবন্ধুকে অবজ্ঞা!

প্রকাশিত: ৫ মার্চ ২০১৭, ১৫:৩২

লাইভ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা করা হয়েছে। এনিয়ে ক্ষোভের মুখে ওই নাম নিয়ে নাটকীয়তা করা হয়েছে। চারদফায় ওই পোস্টটি সংশোধন করা হয়েছে। সমাবর্তনের শুভেচ্ছায় বিশ্ববিদ্যালয়ের ‘গর্বিত ছাত্রদের’ নাম উল্লেখ করতে গিয়ে এমন কাণ্ড করা হয়েছে।

জানা গেছে, শুরুতে ওই ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর নামের পূর্বে ‘জাতির জনক’ লেখা হয়নি এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও সত্যেন্দ নাথ বসুর পর নামটি লেখা হয়। এরপর বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টটি চার দফায় সংশোধন করা হয়। সংশোধনীতে নতুন করে ‘জাতির জনক’ যুক্ত করা হয় এবং ড. ইউনূসের নাম বাদ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে শুরুতে লেখা হয়েছে- ‘আমরা গর্বিত হয়েছি ড. মুহাম্মদ ইউনূস, সত্যেন বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ছাত্রদের ধারণ করতে পেরে।’ এর এক ঘণ্টা পর পোস্টটি পরিবর্তন করা হয়। সেখানে লেখা হয়- ‘গর্বিত হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সত্যেন বসু, ড. মুহাম্মদ ইউনূসের মতো ছাত্রদের ধারণ করতে পেরে।’ এর কিছুক্ষণ পর পোস্টটি আবার সংশোধন করে লেখা হয়- ‘গর্বিত হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুর রাহমান, ড. মুহাম্মদ ইউনূসের মতো ছাত্র; সত্যেন বসুদের মতো শিক্ষকদের ধারণ করতে পেরে।’

কিছুক্ষণ যেতে পোস্টটি পুনরায় সংশোধন করে লেখা হয়- ‘গর্বিত হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুর রাহমানের মতো ছাত্র; সত্যেন বসুদের মতো শিক্ষকদের ধারণ করতে পেরে।’ এখানে ড. মুহাম্মদ ইউনূসের নাম বাদ দেয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দফায় দফায় পোস্ট সংশোধন এবং বঙ্গবন্ধুর নাম নিয়ে নাটকীয়তা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ফেসবুকের ওই পোস্টটির নিচে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সেখানে ঘটনা তদন্ত করে পেজের এডমিনের শাস্তি দাবি করেছেন। মনজুর মোরশেদ নামের একজন সেখানে এটিকে ‘জামাতের কাজ’ বলে উল্লেখ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, বিষয়টি আমি মাত্রই শুনলাম। এটি বিশ্ববিদ্যালয়ের পেজ কিনা সেটি জেনে আমি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো ফেসবুক পেজ আছে বলে আমি শুনিনি। ঘটনাটি শোনার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসংশ্লিষ্ট যারা আছেন, তাদের আমি কথা বলেছি। তারা কিছু জানাতে পারেননি।

এদিকে ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে নাটকীয়তা সৃষ্টি হলে পেজটির দায় নিতে চাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বলছে, এটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফাইড পেজ নয়। অথচ ২০১৪ সালের ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর ‘ঢাবির অফিসিয়াল ফেসবুক উদ্বোধন’ শিরোনামে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। যেখানে দেয়া ঠিকানার সঙ্গে, যেই পেজ থেকে এ নাটকীয়তার জন্ম দেয়া হয়েছে তার সম্পূর্ণ মিল রয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘www.facebook. com/ univdhaka.ac.bd নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ১৩ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফেসবুক পাতার উদ্বোধন করেন।’



ঢাকা, ০৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ