Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবি: 'প্রযুক্তিতে আমরা আমদানি নয় রপ্তানি করব'

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭, ০০:৩৪

 

শাবি লাইভ: গবেষনায় যদি ভাল করতে না পারি তবে বিশ্ববিদ্যালয় অর্থহীন হয়ে পড়ে। গবেষনায় সাফল্য মানে আমাদের মৌলিক সাফল্য। আর তাই বিশ্ববিদ্যালয় গুলোকে গবেষনা আরো ভাল করতে হবে। আমরা যেন বিদেশ থেকে প্রযুক্তি আমদানি না করে রপ্তানি করতে পারি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বার্ষিক গবেষনা ফলাফল সম্মেলনে এসব কথা বলেন, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সাস্ট রিচার্স সেন্টারের আয়োজনে এই অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মাদ জহিরুল ইসলামের সঞ্চালনায় ও ভিসি প্রফেসর আমিনুল হক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জগতের সব থেকে লাভ জনক বিনিয়োগ হচ্ছে শিক্ষা খাতে বিনিয়োগ।

এই জন্যেই আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্যে একটি সেল গঠন করেছি যা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বৃহঃপতিবার বিকাল ৩টায় ক্যাম্পাসের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠানের শুরুতে রসায়ন বিভাগের প্রফেসর আব্দুস সোবাহান ও প্রফেসর মোহাম্মাদ আবুল হাসনাতকে ২০১৫-১৬ শ্রেষ্ঠ গবেষনার জন্য ভিসি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেটক্রিসেন্ট এর সভাপতি ও সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার ও পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এমএ হালিম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান, সিনিয়র প্রফেসর সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থিরা।

আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাস্ট রিচার্স সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. জাকির হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাস্ট রিচার্স সেন্টারের সদস্য প্রফেসর ড. এ. জেড. এম মনজুর রশিদ।

 


ঢাকা, ০৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ