Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোঙ্গরের পূনর্মিলনীতে শাবিতে আসছে ভাইকিংস ও ইন্ডালো

প্রকাশিত: ৩ মার্চ ২০১৭, ২৩:৪২

 


 

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠন নোঙ্গরের পূনর্মিলনী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে শাবির হ্যান্ডবল গ্রাউন্ডে ওপেন কনসার্ট করবে জনপ্রিয় সংগীতব্যান্ড ভাইকিংস ও ইন্ডালো। সংগঠনের সাধারণ সম্পাদক লোসানুর রহমান ক্যাম্পাসলাইভ২৪কে এই তথ্য জানান।

এছাড়া তিনি আরো বলেন, সকাল ১০টায় সংগঠনের সাবেক সকল সদস্যকে বরণ করে নেয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন শুরু হবে। সকাল ১১টায় র‌্যালী ও কেক কাটার আয়োজন করা হবে। এসময় উপস্থিত থাকবেন শাবির ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।

নোঙ্গর সুত্রে জানা যায় দুপুর ১টায় নামাজ বিরতির পর শাবির ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। দুপুর ৩টায় সংগঠনের প্রাকটিস প্যাড ভিজিট শেষে বিকাল ৪টায় সকলের জন্য উন্মুক্ত কনসার্টের মূল আয়োজন শুরু হবে।

নোঙ্গরের পুনর্মিলনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘প্রাণ ফ্রুটো’।এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ‘খান মটরস’,‘অপ্পো স্মার্টফোন’ ও ‘নেভিগ্যান্ট’ এবং ফুড স্পন্সর হিসেবে থাকছে ‘হান্ডি রেস্টুরেন্ট’।

এবার তৃতীয় বারের মতো নোঙ্গরের জনপ্রিয় ম্যাগাজিন ‘রিফ্লেকশান-৩’ বের হয়েছে । যার শুভেচ্ছা মূল্য ৫০টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় নোঙ্গরের টেন্টে পাওয়া যাবে। কনসার্টে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপিস্থিত থাকবেন বলে সংগঠনের নেতা কর্মীরা জানান।

উল্লেখ্য, ‘পরাধীনতা শিকল ভেঙ্গে যাক সংস্কৃতির ছোঁয়ায়’ স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসের অন্যতম সংগঠন নোঙ্গর বিগত ১৪টি বসন্ত পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। এসময়ের মধ্যে সংগঠনটি সিলেট পেরিয়ে সারা দেশে বেশ সমাদৃত হয়েছে।
উল্লেখ্য নোঙ্গরের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টানার হিসেবে থাকছে ক্যাম্পাসলাইভ২৪ডটকম।

ঢাকা, ০৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ