Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি ক্যাম্পাসে রাজা-রানী, হাতির শোভাযাত্রা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৭, ০৭:৩৪

জাবি লাইভ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে  ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘র‍্যাগ ৩৯’। দেখা হলে বলিস আমিও ঊনচল্লিশ এ স্লোগান নিয়ে শুক্রবার ক্যাম্পাসে ওই বর্ণিল উৎসব শুরু হয়েছে। চারদিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে র‍্যাগ র‍্যালি ও রং উৎসব পালন করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) ভবন থেকে শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা। ভিসি প্রফেসর ফারজানা ইসলাম ৩৯ ব্যাচের আনন্দ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালি শেষে রং উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় বাউল গানের আসর বসে। শনিবার সকাল দশটায় বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে র‍্যাগ আড্ডা এবং বিকেলে ফানুস উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং কনসার্ট অনুষ্ঠিত হবে। রোববার সকালে ফটোসেশন, ঘুড়ি উড়ানো ও মেহেদি উৎসব, দুপুরে ক্রিকেট ও ফুটবল খেলা এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে আর্টসেলের কনসার্ট।


অনুষ্ঠানের শেষ দিন সোমবার রাত আটটায় ক্যাফেটেরিয়ায় থাকছে র‍্যাগ ডিনার এবং দশটায় ডিজে পার্টি। সব মিলিয়ে চারদিন বেশ জমজমাট আয়োজন থাকছে জাবিতে।
 


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ