Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুইটি ভূবন চিল উদ্ধার করলো প্রাধিকার

প্রকাশিত: ১৫ অক্টোবার ২০১৬, ০৪:২৩

সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা ছাত্রছাত্রীদের সংগঠন "প্রাধিকার" এর উদ্যোগে গত দুই দিনে দুইটি ভূবন চিল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২ টার সময় “বাংলাদেশ পরিবেশ আন্দোলন” সিলেট শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম ক্বীম, প্রাধিকার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরীকে ফোন দিয়ে নগরীর খাসদবির এলাকায় একটি আহত ভূবন চিলের সন্ধ্যান দেন। এরপর প্রাধিকার সভাপতির মাধ্যমে জানতে পেরে সেই ভূবন চিলটি উদ্ধারের জন্য যান প্রাধিকারের পাবলিক রিলেশন সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, এবং নির্বাহী সদস্য সায়েদ আরিফ।

সেখানে তারা খাসদবির এলাকার বন্ধন সমাজ কল্যান সংস্থার সভাপতি জনাব কবির খান এর বাসা থেকে বাদামী রঙ এর ভূবন চিলটিকে নিয়ে আসেন।

কবির খান এর বড় ভাই জনাব তাহের খান বলেন চিলটি উনাদের বাসায় গত রমজান মাস থেকেই আছে। উনারা চিলটিকে একটি ড্রেন থেকে আহত অবস্থায় বাসায় এনেছিলেন। এরপর থেকে নিয়মিত খাবার-পানি দিয়ে এবং সেবার মাধ্যমে চিলটি প্রায় সুস্থ হয়ে উঠে। কিন্তু বিগত কিছুদিন ধরে বন-বিড়ালের উৎপাতের কারনে উড়তে না পারা চিলটির বাসায় থাকা অসম্ভব হয়ে পরেছে , এজন্য উনারা চিলটিকে হস্থান্তর করেছেন।

অপরদিকে গত বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষক জনাব ডঃ মাহফুজুর রহমান রাস্তার পাশে একটি অসুস্থ ভূবন চিল দেখতে পান এবং তিনি সেটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে আসেন ।

পরে প্রাধিকার কে জানানো হলে, প্রাধিকার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, প্রাধিকার রেস্কিউ উইং এর সেক্রেটারি আনসার উদ্দিন, নূরনবী নিশাদ, এবং সাধারণ সদস্য আনোয়ারুল ইসলাম খোকন এর উপস্থিতিতে সেই চিলটিকে সেবা দেয়া হয়।

আজ বিকেল ৩ টায় দুইটি চিলকেই আরো ভাল পর্যবেক্ষন এবং সেবা দানের উদ্দেশ্যে হস্থান্তর করা হয়েছে নগরীর দাড়িয়া পারাস্থ “আলীজা প্রানী সেবা আশ্রম” এ। এই সময় সেখানে উপস্থিত ছিলেন “ভূমিসন্তান বাংলাদেশ” এর সভাপতি জনাব আশরাফুল কবির সহ আরো অনেকেই।

ঢাকা, ১৪ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ