Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৬, ২৩:৩৪

 


লাইভ প্রতিবেদক: ইউজিসিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ২০ বছর মেয়াদি স্ট্র্যাটিজিক প্ল্যান রিভিউ করার উদ্দেশ্যে ছয়টি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ২০ বছর মেয়াদি স্ট্র্যাটিজিক প্ল্যান রিভিউ ও আপডেট করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ছয়টি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপর এক কর্মশালা আজ ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর স্ট্র্যাটিজিক পলিসি ইউনিট (এসপিইউ) কর্মশালার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

গঠিত বিশেষজ্ঞ কমিটির আহবায়কগণ- ড. মোহাম্মদ ফরাশউদ্দিন (ভিশন, সাইজ এন্ড শেপ গ্রুপ), প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি (কোয়ালিটি গ্রুপ), প্রফেসর নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউজিসি (গভর্ন্যান্স এন্ড ম্যানেজমেন্ট গ্রুপ), প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি (ফিউচার ফান্ডিং গ্রুপ), প্রফেসর ড. সৈয়দ সাদ আন্দালীব, ভিসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি রিসার্চ গ্রুপ) এবং প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি (আইসিটি গ্রুপ) কর্মশালায় কমিটির রিপোর্ট পেশ করেন। প্রণীত রিপোর্টের উপর গঠনমূলক আলোচনার জন্য আজকের এই কর্মশালার আয়োজন করা হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা কর্মশালা সঞ্চালন করেন।

ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন যে, ২০ বছর মেয়াদি স্ট্র্যাটিজিক প্ল্যানের উপর বিশেষজ্ঞ কমিটি কর্তৃক প্রণীত রিপোর্ট উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন যে, দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এখন আমাদের উচ্চশিক্ষাস্তরে গুণগতমান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশন্স অফিসার, বিশ্ব ব্যাংক, বিশেষজ্ঞ কমিটির সদস্যবৃন্দ এবং ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


ঢাকা, ০২ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ