Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবির ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৮, ০৪:০৬

জাককানইবি লাইভ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে 'সি' ইউনিটের পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন- সুজন কাজী (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৩) ও সাইফুল ইসলাম (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৬)।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চলাচালে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন করিব স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দুই পরীক্ষার্থী পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করে পরস্পরের উত্তরপত্রে বৃত্ত ভরাট করার অপরাধে এই পরীক্ষা থেকে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

ঢাকা, ১৪ নভম্বের (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ