Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৮, ০০:৫৪

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১টায় শুরু হবে। এক ঘণ্টাব্যাপি ওই ভর্তি পরীক্ষায় এক হাজার ২৩০টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশ নিবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। এ বছর এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সর্বনিম্ন ৯ দশকিম ৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রের ২৩৯টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে।

এছাড়াও আরো জানা গেছে, প্রথমবারের মতো অনির্বাচিত প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকার মধ্যে সার্ভিস চার্জ ২০০ টাকা রেখে ৫০০ টাকা ফেরত দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 


ঢাকা, ০৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ