Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবির হলে গণচুরির প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্রীরা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বার ২০১৮, ০৪:১২

সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সুহাসিনী দাস হলের পুরাতন ভবনে গণচুরির ঘটনায় ফুঁসে উঠেছেন ছাত্রীরা। নিরাপত্তা ও ক্ষতিপুরণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা মানববন্ধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, সহকারি প্রক্টর শরীফুন নেসা মুনমুনসহ শিক্ষকরা এসে ছাত্রীদের দাবি-দাওয়া শুনে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং ছাত্রীদের হলে ফিরিয়ে নিয়ে যান।

উলে­খ্য, ঈদুল আজহার ছুটি চলাকালে সিকৃবির মেয়েদের হলে (সুহাসিনী পুরাতন ভবনে) চুরির ঘটনা ঘটে। ঈদের ছুটি কাটিয়ে হলে ফিরে শিক্ষার্থীরা হলের নিচ তলার প্রায় ১০ টি কক্ষের তালা ভাঙা ও সবকিছু এলোমেলোভাবে ফেলে রাখা দেখতে পেয়ে হতবাক হন।

শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র ও প্রায় ৪১ হাজার টাকা খোয়া যায় বলে জানান তারা। তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের খবরও নেননি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।


ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ